সিটি নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও অংশ নিচ্ছি: মির্জা ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুব কম বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে কেন্দ্রীয় ছাত্রদলের আংশিক কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নব-গঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

ঢাকা সিটি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কার করে বলেছি, বর্তমান নির্বাচন কমিশন ও সরকারের অধীনে কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হতে পারে না। এবং জনগণের যে রায় এখানে তা প্রতিফলিত হয় না। তারপরও আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, সেজন্য নির্বাচনে অংশগ্রহণ করছি।’

তিনি বলেন, ‘এখানে আরও সমস্যা হচ্ছে ইভিএম। এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এটা সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত। এটা আমরা প্রত্যাখ্যান করছি। বলেছি, এটির ব্যবহার যুক্তিযুক্ত হবে না। কারণ ত্রুটিযুক্ত ইভিএম-এ জনগণের রায় প্রতিফলিত হয় না। সুতরাং নির্বাচন (ঢাকা সিটি করপোরেশন নির্বাচন) সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম। কারণ বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধিনে এখন পর্যন্ত কোন নির্বাচন সুষ্ঠু হয়নি।’

পূর্ববর্তি সংবাদওড়ার পরপরই ভারতে বিমানে আগুন, প্রাণে বাঁচল ১৩২ যাত্রী
পরবর্তি সংবাদমন্দিরে নারী-পুরুষের অনৈতিক কর্মকাণ্ড, ভিডিও ভাইরাল