শীতে কাঁপছে পঞ্চগড়, সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি

ইসলাম টাইমস ডেস্ক: শীতের হিমেল হাওয়ায় কাঁপছে দেশ। শৈত্যপ্রবাহ গিয়ে রোদের ঝিলিক দেখা গেলেও ফের জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতা এতই বেশি যে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এ শীত মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

আজ বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, ‘বুধবার সকাল ৯টায় দেশের মধ্যে আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে ডিসেম্বরের শেষ দিকে তাপমাত্রা আরও কমতে পারে।’

গতকাল মঙ্গলবার তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানেই যা কমে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

পঞ্চগড়ে দিনে সূর্যের দেখা মিললেও সন্ধ্যা থেকেই শুরু হয় কুয়াশা। রাতে ঘন কুয়াশায় ঢেকে যায় সব কিছু। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত চারদিকে ঘন কুয়াশা থাকে। এ সময় অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন।

পূর্ববর্তি সংবাদমুসলিমদের সম্পত্তি জব্দ করে ক্ষতি পোষাবে মোদী সরকার
পরবর্তি সংবাদআরব আমিরাতে নির্মাণ করা হচ্ছে পাঁচটি নতুন মসজিদ