একই পরিবারের ৯ ফিলিস্তিনিকে হত্যার দায় স্বীকার ইসরায়েলের

ইসলাম টাইমস ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় একই পরিবারের নারী-শিশুসহ অন্তত ৯ ফিলিস্তিনিকে হত্যার দায় স্বীকার করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সশস্ত্র বাহিনী। গত ১৪ নভেম্বর বিমান হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। যাদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক ফিলিস্তিনে ইসরায়েলি যুদ্ধাপরাধের পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা আসার পরপরই বর্বরোচিত ওই হত্যাকাণ্ডটির দায় নিল তেল আবিব।

বিশ্লেষকদের মতে, ফিলিস্তিনি নেতা রাসমি আবু মালহৌস ও তার ভাই মোহাম্মদের বাসভবন লক্ষ্য করে বিমান হামলাটি চালানো হয়। মোট চার দফায় চালানো সেই হামলায় পাঁচ শিশুসহ পরিবারের ৯ সদস্য প্রাণ হারান।

নিহতরা হলেন- রাসমি আবু মালহৌস, তার দ্বিতীয় স্ত্রী মারইয়াম (৪৫), তিন সন্তান রাসমির সন্তান ফিরাস (৩ মাস), সেলিম (৩) ও মোহান্নাদ (১২)। ফিলিস্তিনি নেতা রাসমির ভাই মোহাম্মদের বাসায় চালানো হামলায় নিহত হন তার স্ত্রী ইউসরা (৩৯), দুই সন্তান মোয়াজ (৭) ও ওয়াসিম (১৩)। হামলায় আহত হয়ে গত ২২ নভেম্বর মোহাম্মদও মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তি সংবাদনেশার টাকা না পেয়ে যশোরে বাবা-মাকে গলাকেটে হত্যা
পরবর্তি সংবাদপোরশা সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত বাংলাদেশি