ঘনিষ্ঠ বন্ধু ভারতের সাথে আওয়ামী লীগ সরকারের এখন শীতল সম্পর্ক চলছে : রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের পদবিধারীর মধুর বুলি শোনালেও ঘনিষ্ট বন্ধু ভারতের সাথে আওয়ামী লীগ সরকারের এখন শীতল সম্পর্ক চলছে।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সরকারের মন্ত্রীরা মুরুব্বিদের তুষ্ট করে শীতল সম্পর্ক উষ্ণ করতে আবোল-তাবোল প্রলাপ বকা শুরু করেছে। নাগরিকত্ব আইন এবং নাগরিকত্ব তালিকা (এনআরসি) জটিলতায় সংখ্যালঘু ভারতীয় মুসলমানদের রাষ্ট্রহীন ঘোষণার জেরে গোটা ভারত যখন বিক্ষোভে উত্তাল, তখন আওয়ামী লীগ সরকার তাদের ন্যক্কারজনকভাবে সমর্থন দিচ্ছে।

তিনি বলেন, গণমানুষের নেত্রী খালেদা জিয়াকে বিনা অপরাধে আজ ৬৮৫ দিন ধরে বন্দি করে রেখে নির্যাতন করা হচ্ছে। তিনি গুরুতর অসুস্থ হলেও সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার সুচিকিৎসা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানালেও তা শুনছে না প্রধানমন্ত্রী। আমরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় আছি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. শামীম ও ডা. মামুনকে এখন আর দেখা করতে দেওয়া হয় না। আমরা অবিলম্বে ডা. শামীম ও ডা. মামুনকে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার আহবান জানাচ্ছি।

পূর্ববর্তি সংবাদতোমাদের বন্দুক থাকলে আমাদেরও বুক আছে: বিজেপি প্রশাসনকে মাহমুদ মাদানী (ভিডিও)
পরবর্তি সংবাদসরকারের উন্নয়নের লক্ষ্য এবার গ্রামকেন্দ্রিক: প্রধানমন্ত্রী