স্বাধীনতার ৭০ বছরেও ভারতে মুসলিমদের সন্দেহের চোখেই দেখা হয় : ওয়াইসি

ইসলাম টাইমস ডেস্ক: স্বাধীনতার ৭০ বছর পরও ভারতে মুসলিমদের সন্দেহের চোখে দেখা হয় বলে অভিযোগ তুলে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এমআইএম) সভাপতি ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেন, মুসলিম বিরোধী নাগরিকত্ব বিলের প্রতিবাদে আন্দোলনে নামা মানুষদের ওপর হামলাকারী বিজেপির গুলি একদিন ফুরিয়ে যাবে কিন্তু ভারতের প্রতি আমাদের ভালবাসা ফুরাবে না বলে মন্তব্য করেছেন।

দেশব্যাপী আন্দোলনের মধ্যে শনিবার সন্ধ্যায় হায়দরাবাদে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এমআইএম) সদর দফতরে সংগঠনটির বিশেষ বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বলা হচ্ছে, পৃথিবীতে আরও অনেক মুসলিম দেশ রয়েছে। সেখানে চলে যান। কেন যাব? আপনারা যান দেখি! ভারতে জন্মেছি আমি। ভারতকেই ভালোবাসি। তাই এই দেশ নিয়েই যাবতীয় মাথাব্যথা আমার। গুলি চালানোর হলে চালান। আপনাদের গুলি ফুরিয়ে যাবে। কিন্তু ভারতের প্রতি আমাদের ভালোবাসা ফুরাবে না।

ওয়াইসি বলেন, এটা শুধু মুসলিমদের সমস্যা নয়, বরং প্রত্যেক ভারতবাসীর সমস্যা। মোদিভক্তদের বলে রাখি, কাগজপত্র হাতে নিয়ে আপনাদেরও কিন্তু লাইনে দাঁড়াতে হবে!। খবর আনন্দবাজার পত্রিকার।

 

পূর্ববর্তি সংবাদভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক
পরবর্তি সংবাদনুরের পাশে : মান্নার পর এবার গেলেন আওয়ামী লীগের নানক ও বাহাউদ্দিন নাছিম