মুঠোফোনে তরুণীকে কুপ্রস্তাব, উল্লাপাড়ায় স্কুল শিক্ষক গ্রেপ্তার

ইসলাম টাইমস ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শ্লীলতাহানির মামলায় মো. ইকবাল হোসেন নামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তারের পর গতকাল শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি উপজেলার কয়ড়া ইউনিয়নের দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলা সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার ২৮ বছর বয়সী এক তরুণীকে দীর্ঘদিন ধরে শিক্ষক ইকবাল হোসেন মুঠোফোনে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত শুক্রবার ওই নারী চোখের চিকিৎসার জন্য উল্লাপাড়ায় আসলে তাকে শিক্ষক ইকবাল শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।

পরে ভুক্তভোগী তরুণী এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় ইকবাল হোসেনের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। এ মামলার পরিপেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা জানান, শুক্রবার রাতে পৌরসভার শ্যামলীপাড়া থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদহিউম্যান মিল্ক ব্যাংক: কী বিপদ ? কী বিকল্প?
পরবর্তি সংবাদ‘সবকটাকে মেরে ফেল’ বলেই গুলি চালালো ভারতীয় পুলিশ (ভিডিও)