কঠোর পুলিশি নিয়ন্ত্রণের মধ্যেই ‘ক্যাব’ বাতিলের দাবিতে দেওবন্দে বিক্ষোভ (ভিডিও)

ইসলাম টাইমস ডেস্ক: কঠোর পুলিশি নিয়ন্ত্রণের মধ্যেই ভারতের বিতর্কিত মুসলিম বিরোধী নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেওবন্দে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমআর নামাযের পর দেওবন্দ এলাকায় দফায় দফায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এদিকে বিক্ষোভের আশঙ্কায় দেওবন্দ ও তার আশপাশের অঞ্চলে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহন করেছে প্রশাসন। ২৪ ঘন্টা পুলিশ মোতায়েন করা হয়েছে সে অঞ্চলে। কঠোর নিয়ন্ত্রণের মধ্যেই আজ জুমআর নামাযের পর মুসুল্লিরা ক্যাব বাতিলের দাবিতে বিক্ষোভ করে।

বিক্ষোভে দেওবন্দের শিক্ষার্থীদের পাশাপাশি ব্যাপক সংখ্যক জন উপস্থিতি ছিল। পুলিশি বাঁধা উপেক্ষা করেই মুসুল্লীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এর আগে গত সোমবারে দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীরা ভারতীয় সংসদের উভয় কক্ষে পাশ হওয়া সাম্প্রদায়িকতাপূর্ণ নাগরিত্ব বিলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলে সেখানে পুলিশি নিয়ন্ত্রণ জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিসেবা।

 

পূর্ববর্তি সংবাদ‘বিসমিল্লাহ’র পরিবর্তে ‘৭৮৬’ লেখা কি সহিহ?
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের সঙ্গে বৈঠক বাতিল ভারতের পররাষ্ট্রমন্ত্রীর