ময়মনসিংহে চলছে পাঁচ দিনব্যাপী ইসলামি বইমেলা, কাল শেষ দিন

ইসলাম টাইমস ডেস্ক: সৃজনশীল ইসলামী পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতির আয়োজনে বিজয়ের মাস উপলক্ষে ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউট চত্বরে চলছে পাঁচ দিনব্যাপী বিভাগীয় বইমেলা। মেলায় ২৪টি ইসলামি পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতদিন সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে মেলার কার্যক্রম। আগামীকাল সোমবার ১৬ ডিসেম্বর বইমেলার শেষদিন।

গত ১২ ডিসেম্বর দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই বইমেলা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংস বড় মসজিদের পেশ ইমাম ও খতীব এবং জামিয়া ফয়জুর রহমান রহ.-এর পরিচালক আল্লামা আব্দুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি ময়মনসিংহের ড. মো:আক্কাছ উদ্দিন ভুঞাঁ, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো: এহতেশামুল আলম।

মেলায় গতকাল শনিবার ১৪ ডিসেম্বর ইসলাম বিষয়ক তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় অনেক লেখক সাহিত্যিক আলেম উপস্থিত ছিলেন বলে জানা যায়।

পূর্ববর্তি সংবাদআ’ লীগে থাকা রাজাকারদের তালিকাও প্রকাশ করা হোক : আবদুল গাফ্‌ফার চৌধুরী
পরবর্তি সংবাদজেনোসাইড ওয়াচের তদন্ত প্রতিবেদন: ভারতে সুস্পষ্টভাবে গণহত্যার প্রস্তুতি চলছে