কাদের মোল্লাকে ‘শহীদ’ বলায় সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক : যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে ‘শহীদ’ সম্বোধন করায় সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, এখনো যেসব অপশক্তি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে তাদের মূলোৎপাটন করা হবে।

যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্তদের শহীদ নামে সম্বোধন করা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে আছে। সময়মতো এসব বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

এসময় বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

পূর্ববর্তি সংবাদমার্কিন সাময়িকীতে বিশ্বের ২৯তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা
পরবর্তি সংবাদভারতের এনআরসি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল