ইসলাম ধর্মে মুগ্ধ হয়ে মুসলিম হলেন রুপম দাস

ইসলাম গ্রহণ করা মো. আব্দুল্লাহ আল হৃদয়

ইসলাম টাইমস ডেস্ক: মুসলমানদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে ফেনীর দাগনভূঞা উপজেলায় স্বেচ্ছায় ও সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রুপম দাস (৩৪) নামের এক যুবক। ইসলাম ধর্ম গ্রহণের পর নাম রাখেন মো. আব্দুল্লাহ আল হৃদয়।

গতকাল শুক্রবার জুমার নামাজের আগে তিনি দাগনভূঞা বড় মসজিদের ইমাম মাওলানা আবুল কালামের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী পরিবারের সন্তান। তার বাবার নাম ধনেশ্বর চন্দ্র দাস।

আব্দুল্লাহ আল হৃদয় বলেন, মুসলমানদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতিতে মুগ্ধ হয়ে স্বেচ্ছায় ও সজ্ঞানে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। জুমার নামাজ শেষে ইসলামে দীক্ষিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে মুসল্লিদের উদ্দেশ্যে নিজেই ঘোষণা দেন সদ্য মুসলমান হওয়া মো. আব্দুল্লাহ আল হৃদয়।

এ সময় দাগনভূঞা বড় মসজিদ কমিটির সভাপতি মো. মাহমুদুল হক, সাধারণ সম্পাদক মো. আবুল হাসেমসহ মসজিদ কমিটির অন্য সদস্যরা ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। সদ্য মুসলিম হওয়া নবমুসলিমকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে মসজিদ কমিটি।

পূর্ববর্তি সংবাদকাশ্মীর সীমান্তে আবারও গুলাগুলি, দুই ভারতীয় সেনা নিহত
পরবর্তি সংবাদকাদের মোল্লাকে ‘শহীদ’ বলায় সংগ্রাম সম্পাদক গ্রেফতার