জন্মদিনের পার্টিতে স্পিরিট পান করে কুষ্টিয়ায় ৩ কলেজ ছাত্রের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: কুষ্টিয়ায় জন্মদিনের পার্টিতে স্পিরিট পান করে ৩ কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুত্বর অসুস্থ্য হয়ে আরো ৩ জন হাসপাতালে ভর্তি আছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ফাহিম নামে এক কলেজ ছাত্রের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ১০/১৫ জন বন্ধু মিলে পাবলিক লাইব্রেরীর মাঠে ছোটখাটো পার্টির আয়োজন করে। সেখানে তারা অন্যান্য খাবারের পর একটি কোমল পানীয়’র সাথে হোমিও ল্যাবরেটরির একটি ওষুধ মিশিয়ে পান করে। এর কিছুক্ষন পরে ৬ জন গুরুত্বর অসুস্থ্য হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় কিছু আগে সাজিদ এবং ফাহিম মারা যায়।

কুষ্টিয়া জেনারের হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, দুপুরের পরে আননোন পয়জনিং এ আক্রান্তু হয়ে ৬ জন একসাথে হাসপাতালে আসে, তাদের মধ্যে দুইজন মারা যায়। বাকিদের অবস্থা অশংখা জনক।

পূর্ববর্তি সংবাদবিক্ষোভে উত্তাল ভারতের সাম্প্রদায়িকতাপূর্ণ নাগরিকত্ব বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর
পরবর্তি সংবাদএবার খ্রিস্টানদেরও বেথেলহামে ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করল ইসরাইল