হযরতপুরে জেএসসি সমাপনী ছাত্রদের নিয়ে দ্বীন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক: আজ সোমবার ৯ ডিসেম্বর মারকাযুদ্দাওয়াহ আলইসলামিয়া ঢাকার হযরতপুর প্রাঙ্গণে জেএসসি সমাপনী ছাত্রদের জন্য দিনব্যাপী দ্বীন শিক্ষার আয়োজন করা হয়েছে।

সকাল দশটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে এই আয়োজন।

এ সময় মারকাযুদ্দাওয়াহ আলইসলামিয়ার রঈস মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ, উক্ত প্রতিষ্ঠানের আমীনুত তালিম মাওলানা মুহাম্মদ আবদুল মালেক, মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা ফজলুল বারী, মাওলানা হুসাইন আহমদ এবং মাওলানা মহিউদ্দিন ফারুকী আলোচনা করেন।

দিনব্যাপী অনুষ্ঠানে জেএসসি সমাপনী ছাত্রদের কুরআন তিলাওয়াত ও মাসনূন দোয়ার মশক, জীবনের ইসলামী আদাব, বিভিন্ন প্রয়োজনীয় দোয়া, জরুরী ঈমানী ও আখলাকী তরবিয়ত এবং দ্বীন পালনে বিভিন্ন জরুরী বিষয়ে তারগীব প্রদান করা হয়।

এসময় মারকাযুদ দাওয়াহ রঈস মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ বলেন, একদিনের প্রোগ্রামের মূল লক্ষ্য হলো স্কুল কলেজের ছাত্রদের মন থেকে আলেম-ওলামা ও মাদ্রাসার দূরত্ব দূর করা, স্নেহ- আদর করা যেন তারা আলেমদের সাথে ওঠা বসা করতে উদ্যোগী হয়। এখানে এসে আরামের সাথে তাদের সঙ্গে কথা বলে এবং কিছু ফ্রি সময় কাটায়।

দেখা গেছে হযরতপুর, কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন জায়গা থেকে শতাধিক ছেলে উৎসাহের সঙ্গে আজকের আয়োজনে শরিক হয়েছে।

পূর্ববর্তি সংবাদবিএনপি থেকে নির্বাচিতদের সংসদ ত্যাগের আহ্বান জানালেন গয়েশ্বর
পরবর্তি সংবাদভারতে নাগরিকত্ব সংশোধনী বিলের জন্যে দায়ী করা হল বাংলাদেশকে