তুরস্কে পুনঃনির্মাণ করা হচ্ছে বন্ধ হয়ে যাওয়া ১৮ শতকের ইলজি ইবরাহিম মাদরাসা

তারিক মুজিব ।।

মাদরাসাটি আঠার শতকে নির্মিত। নাম ইলজি ইবরাহিম পাশা মাদরাসা। একসময় তুরস্তসহ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ছিল এ মাদরাসার সুনাম। তুরস্তের বসনাহেরসেক শহরে অবস্থিত মাদরাসাটি দীর্ঘদিন যাবত বিরাণ পড়ে ছিল।

সম্প্রতি তুরস্কের কো-অপারেশন & কো-অর্ডিনেশন নামে একটি সংস্থা মাদরাসাটি পুনঃনির্মাণের কাজ শুরু করেছে। সংস্থাটি সে দেশে তেকা নামেই বেশি পরিচিত। সংস্থাটি তুরস্কে অবস্থিত প্রাচীন স্থাপনাগুলোর পুনঃরুদ্ধার এবং তা মেরামতের কাজ করছে।

টেকা প্রধান ওমর ফারুক বলেন, ইলজি ইবরাহিম পাশা মাদরাসাটি ঐতিহাসিক। আমরা ছোটবেলায় এর নাম ডাকা বহু শুনেছি। কিন্তু গত শতাব্দীতে তুরস্কে ইসলাম ও মুসলমানদের উপর যে ভয়াবহ আগ্রাসন চালানো হয় তখন এই মাদরাসাটিকে বন্ধ করে দেওয়া হয়।

ওমার ফারুক বলেন, আমরা গর্ববোধ করছি এ ঐতিহাসিক মাদরাসাটির পুনঃনির্মাণের কাজটি আমরা করতে পারছি।

পূর্ববর্তি সংবাদভারতে নাগরিকত্ব সংশোধনী বিলের জন্যে দায়ী করা হল বাংলাদেশকে
পরবর্তি সংবাদকাজ শেষ না হতেই উঠে গেল সড়কের নতুন কার্পেটিং