কাজ শেষ না হতেই উঠে গেল সড়কের নতুন কার্পেটিং

ইসলাম টাইমস ডেস্ক : সড়কের নতুন কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার কয়েক ঘন্টার মাথায় উঠে গেছে – এমন খবর পাওয়া গেছে ঢাকার আশুলিয়ার গাজিরচট এলাকায়। রোববার গভীর রাত পর্যন্ত কাজ করে সড়কটির কার্পেটিং শেষ করা হয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টা না পেরোতেই উঠে গেছে সেই নতুন কার্পেটিং।। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে হাত দিয়ে টেনে কার্পেটিং তুলে নিম্নমানের কাজের প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সড়কটিতে কার্পেটিংয়ের কাজ করা হয়। আজ সোমবার ভোরের আগেই ঠিকাদারের লোকজন কাজ শেষ করে চলে যান। কিন্তু যানবাহন চলাচল শুরু হতেই কয়েক ঘণ্টা পরে উঠে যায় সেই কার্পেটিং।

 

সাভার উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গাজিরচট এলাকার ফায়ার রেঞ্জ থেকে ঊষা পোলট্রি পর্যন্ত ৬০০ মিটার সড়কে কার্পেটিং করা হয়। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ফাস্ট বিল্ট নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করে। কাজের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ১৪ লাখ টাকা। সড়কটি আড়াই থেকে প্রায় তিন মিটার প্রশস্ত করার কথা ছিল।

 

পূর্ববর্তি সংবাদতুরস্কে পুনঃনির্মাণ করা হচ্ছে বন্ধ হয়ে যাওয়া ১৮ শতকের ইলজি ইবরাহিম মাদরাসা
পরবর্তি সংবাদ‘পেঁয়াজ ছাড়া রান্না চললে, আওয়ামী লীগ ছাড়া দেশ চলবে না কেন’ প্রশ্ন রাঙ্গার