নরসিংদীতে হাসপাতালের গোডাউনে আগুন

ইসলাম টাইমস ডেস্ক: নরসিংদী জেলা হাসপাতালের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।

জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালের উচ্ছিষ্ট মালামাল ধ্বংস করার জন্য মেডিকেল অ্যাসোসিয়েশনের পাশে একটি পরিত্যক্ত গোডাউনে সামনের খালি জায়গায় পোড়ানো হচ্ছিল। এর মধ্যে আগুনের লেলিহান শিখা পরিত্যক্ত গোডাউনের ভেতরে চলে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীদের কোনো ক্ষতি হয়নি। হাসপাতালের সব রোগী নিরাপদে আছেন।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ শাহিন আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে একটু বেগ পেতে হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

পূর্ববর্তি সংবাদখালেদা জিয়ার জামিন হলে তারা কী ঘটাবেন তা অনুমেয়: তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদইরাকের চলমান বিক্ষোভে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত ১৯