বন্যা ও ভূমিধসে পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে ২৬৫ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে অন্তত ২৬৫ জন নিহত হয়েছেন। ডুবে গেছে বহু গ্রাম। পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে সতর্ক করছেন আবহাওয়াবিদরা।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি দশকের অন্যতম প্রাকৃতিক দুর্যোগের শিকার পূর্ব আফ্রিকা। কেনিয়া, সোমালিয়া, বুরুন্ডি, তানজানিয়া, দক্ষিণ সুদান, উগান্ডা, জিবুতি ও ইথিওপিয়াজুড়ে  এখন পর্যন্ত  এ দুর্যোগে আক্রান্ত হয়েছেন ২০ লাখের বেশি মানুষ। ভেসে গেছে লাখ লাখ গৃহপালিত পশু।

বিশেষজ্ঞরা বলছেন ‘ভারত মহাসাগর ডিপোল’ নামের বিশেষ জলবায়ু ব্যবস্থার জন্য এরকম বিরূপ আবহাওয়ার শিকার হচ্ছে পূর্ব আফ্রিকার দেশগুলো। মহাসাগরটির পশ্চিম ও পূর্ব অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার মধ্যে পার্থক্যের কারণে এই অবস্থার সৃষ্টি হয়। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, সাম্প্রতিক ওই বিরূপ আবহাওয়া নজিরবিহীন। বহু দশক ধরে এমন পরিস্থিতি দেখা যায়নি।

পূর্ববর্তি সংবাদউদারতার অর্থ আদর্শের বিসর্জন নয় : মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক
পরবর্তি সংবাদযাত্রাবাড়ী মাদরাসায় কাল শুরু হচ্ছে দাওয়াতুল হকের ২৫ তম কেন্দ্রীয় ইজতেমা