হায়দারাবাদে তরুণীকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত ৪ জনই পুলিশের গুলিতে নিহত

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তেলেঙ্গানার রাজধানী হায়দারাবাদে এক তরুণী পশু-চিকিৎসককে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যায় অভিযুক্ত চারজনই পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

যে স্থান থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়, সেই এলাকায় আজ শুক্রবার সকালে পুলিশের গুলিতে মারা যান তারা। হায়দারাবাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শাদনগরের চাতনপালি এলাকায় পুলিশ হেফাজত থেকে পালানোর সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আলিয়াস আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন এবং চেন্নাকেসাভুলু। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ২৪ বছরে মধ্যে। গত ২৯ নভেম্বর তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় তাদের গ্রেপ্তারের পর রিমান্ড নেওয়া হয়েছিল।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তের জন্য অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ। কিন্তু সেখান থেকেই পালানোর চেষ্টা করায় পুলিশের গুলিতে মৃত্যু হয় তাদের।

উল্লেখ্য, সরকারি হিসাব অনুযায়ী, ভারতে ২০১৭ সালে ৩৩ হাজারের বেশি নারী ও শিশুকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের শিকার ভুক্তভোগীদের মধ্যে ১০ হাজারের বেশি শিশু।

পূর্ববর্তি সংবাদইন্দোনেশিয়ায় শরীয়াহ আইন: ব্যভিচারের অপরাধে যুবককে প্রকাশ্যে ১০০ বেত্রাঘাত
পরবর্তি সংবাদকাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, একই পরিবারের নিহত ৩