বিজেপি সরকার ভারতের মুসলিমদের রাষ্ট্রহীন করার চক্রান্ত করছে : ওয়াইসি

ইসলাম টাইমস ডেস্ক: বিজেপি সরকার ভারতের মুসলিমদের রাষ্ট্রহীন করার গভীর চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলিমিনের প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিল এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ইস্যুতে সরকারের তীব্র সমালোচনা করে ওয়াইসি বলেন, ভারতের সংবিধানে নাগরিকত্বকে ধর্মের সঙ্গে যুক্ত করা হয়নি। কিন্তু ক্ষমতাসীন বিজেপি সরকার তাদের উদ্দেশ্য হাসিলের জন্য নাগরিকত্বকে ধর্মের সঙ্গে যুক্ত করে সংবিধানে পরিবর্তন আনার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলের পরে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) আসবে, এরমধ্যে ‘যারা মুসলিম নয়’ তারা সকলেই নাগরিকত্ব পাবে। আর মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। মোদ্দাকথা মুসলিমদের রাষ্ট্রহীন করতে চাচ্ছে মোদী সরকার।

এরপর তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দিষ্ট কিছু মানুষের আদর্শ অনুসরণ করছেন। আর এসব মানুষের স্বার্থেই কাজ করছে তার সরকার। সূত্র: ‘হাফিংটন পোস্ট ইন্ডিয়া’।

পূর্ববর্তি সংবাদনামাযে গলা খাঁকারি দেওয়ার হুকুম কী ?
পরবর্তি সংবাদসাভারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৫টি ইটভাটা, ২৩ লাখ টাকা জরিমানা