ইসলাম টাইমস ডেস্ক: দেশে গরিব মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেভাবে বাড়ছে, সেই হারে গরিব মানুষের সংখ্যা কমছে না। বরং। যে কারণে সমাজে বৈষম্যও বাড়ছে।
তিনি বলেন, সমাজে বৈষম্য আছে বলেই গরিব ও ধনী মানুষের সংখ্যা বাড়ছে। এটা কোনো সুষ্ঠু সমাজের লক্ষণ নয়। আমরা চাই সমাজে মধ্যবিত্তের সংখ্যা বাড়তে থাক। আজকে যারা গরিব, তারা যেন মধ্যবিত্তের কাতারে উঠে আসে। তাদের সন্তানরা যেন ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে পারে। জাতীয় পার্টি সামাজিক ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি করে।