কাল চেয়ারপারসনের জামিনের আইনি প্রক্রিয়া দেখে কর্মসূচি দেওয়া হবে : রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: কাল (৫ ডিসেম্বর) দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের আইনি প্রক্রিয়া দেখে দলীয় কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ড্যাব ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার জামিন না হলে বিএনপির কী কর্মসূচি হবে? জানতে চাইলে তিনি বলেন, দেখি না আগামীকাল কী হয়?

তিনি বলেন, আইনি প্রক্রিয়া দেখে কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হবে। যখন গণতন্ত্রের জায়গা বন্ধ হয়ে যায় তখন রাজপথেই তার সমাধান করতে হবে। তবে সারা জাতি আগামীকাল দেশনেত্রীর জামিনের বিষয়ে উচ্চ আদালতের দিকে তাকিয়ে আছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি যে উচ্চ আদালত থেকে দেশনেত্রী ন্যায়বিচার পাবেন। বেগম খালেদা জিয়া দেশের সিনিয়র সিটিজেন, চারবারের সাবেক প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধী দলীয় নেতা ও দেশের জনপ্রিয় শীর্ষ রাজনীতিবিদ এবং গুরুতর অসুস্থ, তাই তার জামিন পাওয়া ন্যায়সঙ্গত অধিকার।
পূর্ববর্তি সংবাদইশা ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা
পরবর্তি সংবাদকূট-কৌশলে চলছে খ্রিস্টবাদের ব্যাপক প্রচার : একটি সাক্ষাতকার