এবার সিরাজগঞ্জে মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল

ইসলাম টাইমস ডেস্ক: সিরাজগঞ্জের মুলিবাড়ী এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে বন্ধ রয়েছে ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ঈশ্বরদী থেকে আসা ভারতীয় পাথর বোঝাই ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে আসার কথা। ট্রেনটি মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় পৌঁছলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সাথে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এ কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি আটকা রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ট্রেনটি উদ্ধারে ইতিমধ্যে ঈশ্বরদী থেকে লাইফ ইঞ্জিন ঘটনাস্থলে আসছে। ওই ট্রেন আসার পর এ রেলপথ সচল হবে।

পূর্ববর্তি সংবাদছেলের বান্ধবীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
পরবর্তি সংবাদমুসলিম ছাড়া অন্য শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিল অনুমোদন ভারতের মন্ত্রিসভায়