বুয়েটে আইন প্রণয়ন : র‌্যাগিং ও রাজনীতিতে জড়িত থাকার সর্বোচ্চ শাস্তি ‘বহিষ্কার’

ইসলাম টাইমস ডেস্ক : র‌্যাগিং ও রাজনীতিতে জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি ‘বহিষ্কার’ নির্ধারণ করে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

সোমবার রাতে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে র‌্যাগিংয়ের সাথে জড়িতদের এবং সাংগঠনিক রাজনীতির বিভিন্ন কার্যক্রমে জড়িতদের অভিযোগসমূহ মূল্যায়ন ও শাস্তি নির্ধারণ বিষয়ে গঠিত কমিটির রিপোর্টের আলোকে অভিযোগ প্রমাণিত হওয়া সাপেক্ষে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে শাস্তি নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদবাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনা করতে সুপ্রিম কোর্টে জমিয়তের আবেদন
পরবর্তি সংবাদগাইবান্ধায় ৬০ বছরের পুরনো কবরে পাওয়া গেল তরতাজা লাশ (ভিডিও)