ইসলামবিদ্বেষ মোকাবেলায় সংলাপে গুরুত্ব দিতে হবে : মুসলিম ওয়ার্ল্ড লীগ মহাসচিব

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বব্যাপী উগ্র-ডানপন্থীরা ইসলামফোবিয়ার নেতৃত্ব দিচ্ছে উল্লেখ করে মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব শেখ মোহাম্মদ আল-ইসা বলেছেন, তাই ইসলামবিদ্বেষ মোকাবেলায় সংলাপে গুরুত্ব দিতে হবে আমাদের।

গতকাল সোমবার রিয়াদে সৌদি গণমাধ্যম ফোরামের এক অনুষ্ঠানে ইসলামফোবিয়ার বিরুদ্ধে সরব হতে তিনি মুসলিম নেতৃবৃন্দের প্রতি এ আহ্বান জানান। সৌদি দৈনিক আরব নিউজের খবরে এমন তথ্য জানা গেছে।

তিনি বলেন, অতি ডানপন্থীদের মধ্যেও ভিন্নতা রয়েছে। অনেকে আছেন, কোনো কারণ ছাড়াই মুসলমানদের ঘৃণা করেন। তাদের বোঝানো কঠিন হবে। তবুও সংলাপকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এটাই ফলপ্রসূ হতে পারে।

শেখ ইসা আরও বলেন, মুসলমান ও ইসলামী সংগঠন হিসেবে ইসলাম এবং মুসলমানদের সত্যিকার চিত্র আমাদের তুলে ধরতে হবে।

‘ইসলামকে ঘৃণা করেন– এমন লোকদের সঙ্গে আমরা অধিবেশনে বসেছি। কিন্তু আমাদের স্বচ্ছতা ও আলোচনার পর তাদের আমরা ভালো বন্ধু বলি। কাজেই আলোচনা খুবই প্রাসঙ্গিক।’

ইসলামবিদ্বেষ উসকে দিতে গণমাধ্যম ও চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করে এক্ষেত্রে সতর্কতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন মুসলিম ওয়ার্ল্ড লীগের এই সেক্রেটারি।

পূর্ববর্তি সংবাদহালাল রিযিক : জীবিকা নির্বাহের জন্য মিসওয়াক, চিরুনি, হাতমোজা বিক্রি (ভিডিও)
পরবর্তি সংবাদসুদানে কারখানায় আগুন, নিহত ১৫