বুরকিনা ফাসোর এক গির্জায় বন্দুকধারীর হামলা, ১৪ জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর এক শহরের এক গির্জায় কয়েকজন অজ্ঞাত বন্দুকধারী বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর আল-জাজিরার।

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোর এই হামলাকে ‘বর্বর হামলা’ উল্লেখ করে টুইটার বার্তায় নিন্দা জানিয়েছেন। এছাড়া তিনি হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

দেশটির সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বন্দুকধারীদের পরিচয় এখনো জানা যায়নি। নিরাপত্তা বাহিনী তল্লাশি চালাচ্ছে।

পূর্ববর্তি সংবাদচীনে মসজিদের দরজা থেকে মুছে দেয়া হল ‘লা ইলাহা ইল্লাল্লাহ’
পরবর্তি সংবাদতিউনেশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৬