লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলায় নিহত ২

ইসলাম টাইমস ডেস্ক : শুক্রবার ইংল্যান্ডের লন্ডন ব্রিজে হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। একে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজন হামলাকারী বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

হামলার ঘটনায় তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়েছে লন্ডন ব্রিজ এলাকা । লোকজনকে দ্রুত সেখান থেকে সরানো হয়েছে।

হামলাকারী ইতোপূর্বে সন্ত্রাসী হামলার দায়ে কারাভোগ করেছেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশের বরাতে জানা গেছে, লন্ডনের স্থানীয় সময় ১টা ৫৮ মিনিটে ব্রিজের ওপর ছুরি হামলার ঘটনা ঘটে। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, একাধিক জন ছুরিবিদ্ধ হয়েছেন।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন ব্রিজের এক প্রান্তে এক ব্যক্তির ওপর কয়েক ব্যক্তিকে হামলা চালাতে দেখা যায়। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ পৌঁছে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে সেখানে থাকা মানুষদের সরিয়ে দেওয়া হয়। তারপরেও ব্রিজের ওপর গুলির শব্দ শোনা গেছে।

 বিবিসি

 

পূর্ববর্তি সংবাদআপনার সন্তানকে ইসলামের সঙ্গে পরিচিত করুন
পরবর্তি সংবাদচলছে আ. লীগের ত্রি বার্ষিক সম্মেলন