ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেল ফিলিস্তিনি কিশোরের

ইসলাম টাইমস ডেস্ক: ইসরায়েলি সেনারা গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। এতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে ১৬ বছরের এক ফিলিস্তিনি কিশোর। এছাড়া আহত হয়েছে আরও পাঁচজন। খবর ইরনা-র।

গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনুসের কিশোর ফাহাদ আল আসতালের পেটে গুলি করে হত্যা করে ইসরায়েলের সেনারা।

জানা যায়, কয়েকজন ফিলিস্তিনি যুবক শুক্রবার ইসরায়েলি সীমান্তে সমবেত হয়। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। তবে ফিলিস্তিনের জনগণের ওপর ফের হামলা চালানোর বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানায়নি ইসরায়েল।

এ বিষয়ে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা শুক্রবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। তাদের হামলায় নিহত হয়েছে ফাহাদ আল আসতাল নামের ওই কিশোর। এছাড়া আহত হয়েছে আরও পাঁচজন।

পূর্ববর্তি সংবাদবেলজিয়ামে মসজিদে তালা, প্রতিবাদে প্রবাসী বাংলাদেশিরা
পরবর্তি সংবাদসিরিয়ার তেল লুণ্ঠনে মার্কিন অপচেষ্টা, রাশিয়ার নিন্দা