মসজিদের বিকল্প জমিতে রামের নামে হাসপাতাল গড়বো: শিয়া বোর্ডের চেয়ারম্যান

ইসলাম টাইমস ডেস্ক: অযোধ্যা মামলার শুনানি শেষে ভারতের সর্বোচ্চ আদালত রায় দেয় মসজিদ করতে কেন্দ্রীয় সরকারকে পৃথকভাবে ৫ একর জমি দিতে হবে। আর এই জমি পাঁচ একর বিকল্প জমি নিয়ে শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি এবার বিস্ফোরক মন্তব্য করেছেন।

তিনি জানান, সুন্নি ওয়াকফ বোর্ড এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল‌ বোর্ড যদি ওই পাঁচ একর জমি নিতে অস্বীকার করে তাহলে তা শিয়া ওয়াকফ বোর্ডকে দিয়ে দেওয়া হোক। সেই জমি নিয়ে তার ওপর হাসপাতাল নির্মাণ করা হবে রামের নামে।

ওয়াসিম রিজভি আরো বলেন, তারা যদি সরকারের দেওয়া জমি নিতে না চান, তাহলে তা শিয়া ওয়াকফ বোর্ডকে দিয়ে দেওয়া হউক। আমরা সেখানে রামের নামে হাসপাতাল নির্মাণ করব। একই সঙ্গে নির্মাণ করব মন্দির, মসজিদ, গির্জা এবং গুরদ্বার। রামের নামে হাসপাতাল কেন?‌ এই প্রশ্নের উত্তরে ওয়াসিম রিজভি জানান, রামের নাম নিয়ে গোটা বিশ্বে কোথাও বিতর্ক নেই।

পূর্ববর্তি সংবাদভারতে পেঁয়াজের মালা পরে বিধানসভায় হাজির এমপি
পরবর্তি সংবাদকয়েক বছরের মধ্যেই নিজস্ব যুদ্ধবিমান বানাবে তুরস্ক: এরদোগান