সালামের উত্তর শুনিয়ে দেওয়ার হুকুম কী?

প্রশ্ন:  সালামের জওয়াবের হুকুম কি? সালামের জওয়াব মনে মনে দিব না সালামদাতাকে শুনিয়ে দিব? আর যেভাবে দিব তার হুকুম কী? বিস্তারিত জানালে কৃতজ্ঞ হব।

 

উত্তর:  সালামের জওয়াব সালামদাতাকে শুনিয়ে দেওয়া ওয়াজিব। শুধু মনে মনে উত্তর দেওয়া বা নিম্নস্বরে দেওয়া যথেষ্ট নয়।

অবশ্য সালামদাতা যদি এতটা দূরে থাকে যে, তাকে উত্তর শুনিয়ে দেওয়া কষ্টসাধ্য হয় সেক্ষেত্রে শুনিয়ে দেওয়া জরুরি নয়। এক্ষেত্রে মৌখিক উত্তরের পাশাপাশি সম্ভব হলে হাত দ্বারা ইশারাও করবে। যেন সালামদাতা বুঝতে পারে যে, তার সালামের উত্তর নেওয়া হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদনথি ফাঁস: চীনের কয়েদখানায় উইঘুর মুসলিমদের মগজ ধোলাই করা হচ্ছে
পরবর্তি সংবাদপাঁচ মন্ত্রীসহ বন্ধুপ্রতিম দেশ কাতার সফরে গেলেন এরদোগান