৩০ জুন পর্যন্ত কোনো আন্দোলন নয় : শাহজাহান খান

ইসলাম টাইমস ডেস্ক :  স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও আইনের কয়েকটি ধারা পুনর্বিবেচনার আশ্বাসে ৩০ জুন পর্যন্ত কোনো আন্দোলনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনেরর সভাপতি, সংসদ সদস্য শাজাহান খান।

শনিবার রাতে ধানমণ্ডিতে নিজ বাসভবনে পরিবহন নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শাহজাহান খান এসব কথা জানান।

নতুন সড়ক পরিবহন আইন ইতোমধ্যেই কার্যকর হলেও ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেসসহ কয়েকটি বিষয়ে আগামী ৩০ জুন পর্যন্ত শিথিলতা প্রদর্শন করবে পুলিশ, বৈঠকে এমনটিই আলোচনা হয়েছে বলে জানা গেছে।

 

 

পূর্ববর্তি সংবাদভারতে পর্যটকদের উৎস দেশগুলোর তালিকায় বাংলাদেশ শীর্ষে
পরবর্তি সংবাদ২৯ নভেম্বর জামিয়া আশরাফিয়া সাইনবোর্ডে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান