পেঁয়াজ রপ্তানির বিষয়ে প্রধানমন্ত্রীকে কথা দিয়েছিল ভারত : বাণিজ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : মহারাষ্ট্রের রাজ্য বিধানসভার নির্বাচনের পর ভারত পেঁয়াজ রপ্তানি আবার চালু করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কথা দিয়েছিল বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত এক সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

২৪ অক্টোবর মহারাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে। অক্টোবরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেন। সফরসঙ্গী ছিলেন বাণিজ্যমন্ত্রী নিজেও।

টিপু মুনশি বলেন, ‘ভারত সফরকালে ভারত মাননীয় প্রধানমন্ত্রীকেও (শেখ হাসিনা) কথা দিয়েছিল যে নির্বাচনের পর পেঁয়াজ রপ্তানি খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।’

 

 

পূর্ববর্তি সংবাদকুমিল্লায় ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
পরবর্তি সংবাদলন্ডনে ইহুদী শিশুকে নির্যাতন থেকে বাঁচালেন মুসলিম নারী