পেঁয়াজ-চাল-লবণ নিয়ে চক্রান্তকারীদের রেহাই নেই : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: পেঁয়াজ-চাল-লবণ নিয়ে চক্রান্তকারীদের রেহাই নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গুজব সৃষ্টি করে চাল ও লবণের দাম বৃদ্ধির ষড়যন্ত্র করা হচ্ছে। বাজারে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে। এই অপচেষ্টা থেকে কেউ কেউ রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। যারা গুজব ছড়াচ্ছে তাদেরও কারও রক্ষা নেই।

আজ মঙ্গলবার রাতে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, লবণের পর্যাপ্ত মজুত রয়েছে। পাশাপাশি চালেরও যথেষ্ট মজুত রয়েছে। চালের সংকট একদম নেই। অন্যান্য বছরের তুলনায় মজুত দ্বিগুণ রয়েছে। গুজবে কান না দেয়ার জন্য আপনাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি। গুজব ছড়িয়ে যারা ষড়যন্ত্র করে অস্থিতিশীল করতে চায় তাদের বিষয়ে তদন্ত হচ্ছে। তাদের কারও রেহাই নেই।

পূর্ববর্তি সংবাদআন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি ডিসেম্বরে
পরবর্তি সংবাদমিসর থেকে বিমান আসলেও পেঁয়াজ আসেনি