দারিদ্র বিমোচন : শীর্ষ ১৫ দেশের তালিকায় নেই বাংলাদেশের নাম

ইসলাম টাইমস ডেস্ক: গত ১২ নভেম্বর দারিদ্র বিমোচনে শীর্ষ ১৫ দেশের তালিকা প্রকাশ করছে বিশ্বব্যাংক। গত দেড় দশকে দ্রুত দারিদ্র্য কমানোর প্রতিযোগিতায় শীর্ষ ১৫টি দেশের মধ্যে বাংলাদেশ নেই।

তিন বছর আগে ২০১৬ সালের ১৭ অক্টোবর দারিদ্র্য বিমোচনের সাফল্য তুলে ধরতে ঢাকায় একটি শোকেসের আয়োজন করে বিশ্বব্যাংক। তাতে অংশ নিতে তৎকালীন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশে আসেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সেই অনুষ্ঠানে গত কয়েক দশকে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য তুলে ধরা হয়।

তিন বছর পরে এসে এখন বিশ্বব্যাংকই বলছে, গত দেড় দশকে দ্রুত দারিদ্র্য কমানোর প্রতিযোগিতায় শীর্ষ ১৫টি দেশের মধ্যে বাংলাদেশ নেই। ওই ১৫টি দেশ যে গতিতে দারিদ্র্য কমিয়েছে, বাংলাদেশে কমেছে এর চেয়ে কম।

২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে সবচেয়ে দ্রুত অতিদারিদ্র্য কমিয়েছে এমন শীর্ষ ১৫ দেশের তালিকায় আছে তানজানিয়া, তাজিকিস্তান, চাদ, কঙ্গো, কিরগিজস্তান, চীন, ভারত, মালদোভা, বারকিনো ফাসো, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইথিওপিয়া, পাকিস্তান ও নামিবিয়া। এসব দেশে মোট ৮০ কোটি মানুষ ওই দেড় দশকে দারিদ্র্যসীমার ওপরে উঠেছে।

পূর্ববর্তি সংবাদলবণের দাম বৃদ্ধির অপপ্রচার চালিয়ে ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে : বাণিজ্যমন্ত্রী
পরবর্তি সংবাদ‘মাহফিলে মহিলা বক্তার ওয়াজের ব্যাপারে এখনই সচেতনতা জরুরি’