কাশ্মীরে তিন মাস পর চালু হয়েছে ট্রেন

ইসলাম টাইমস ডেস্ক : অধিকৃত কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়ার পর শ্রীনগর-বানিহাল রেলপথ রোববার থেকে চালু হয়েছে। রোববার সকালে শ্রীনগর থেকে ছেড়ে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন স্টেশন হয়ে বানিহাল পৌঁছায় যাত্রীবাহী ট্রেন।

রেলের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার শ্রীনগর–বানিহাল রুটে দুবার মহড়া দেয় রেল। তারপর রোববার সকালেও একবার মহড়া দেয়ার পরই তা পুরোপুরি চালু করা হয়েছে। তবে নিরাপত্তার খাতিরেই সকাল ১০ থেকে বিকেল ৩টা পর্যন্তই চালু থাকবে এই ট্রেন।

সোমবার থেকে ফিরোজপুরের বানিহাল–বারামুল্লা–বানিহাল পর্যন্ত তিন জোড়া ট্রেন সম্পূর্ণভাবে চালানো হবে।

রেলযাত্রীদের সুরক্ষার জন্য জম্মু–কাশ্মীর প্রশাসন এবং জিআরপির পূর্ণ আশ্বাস পেয়েই ট্রেন পুনরায় চালু করা হল বলে জানিয়েছে রেল।

 

 

 

পূর্ববর্তি সংবাদমার্কিন উন্নতির পেছনে শিশুশ্রমের করুণ গল্প : কিছু দুর্লভ স্থিরচিত্র
পরবর্তি সংবাদনোয়াখালীতে যাত্রীবাহী বাসের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত