সিরিয়ায় গাড়ি বোমা হামলা, নিহত ১৮

ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলে গাড়ি বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৭ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে জানায়, শনিবার সিরিয়ার উত্তরাঞ্চলে গাড়ি বোমা হামলায় অন্তত ১৮ জন বেসামরিক ব্যক্তি  নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন ২৭ জন। কুর্দিরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে কুর্দি সন্ত্রাসীরা। মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে হামলার একটি ভিডিও যুক্ত করা হয়েছে।

দুটি গাড়ির মাধ্যমে এই বোমা হামলা চালানো হয়। বোমা বিস্ফোরণে আশেপাশের অনেক গাড়ি পুড়ে গেছে এবং বেশকিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, সিরিয়ার উত্তরাঞ্চলকে সন্ত্রাসমুক্ত করতে ২০১৬ সাল থেকে অঞ্চলটিতে তিনটি অভিযান পরিচালনা করেছে তুরস্ক। এর মধ্যে সর্বশেষ ‘অপারেশন পিস স্প্রিং’ শুরু হয় ৯ অক্টোবর। এই অভিযানে অন্তত ৫০০ কুর্দি নিহত হয়।

পূর্ববর্তি সংবাদবায়তুল মোকাররমের দক্ষিণ চত্বর : জমজমাট বইমেলা থেকে যে প্রশ্ন নিয়ে ফিরলাম
পরবর্তি সংবাদবাংলাদেশের সড়ক ইউরোপের রাস্তাকেও হার মানাবে: সেতুমন্ত্রী