মার্কিন উন্নতির পেছনে শিশুশ্রমের করুণ গল্প : কিছু দুর্লভ স্থিরচিত্র

ওলিউর রহমান ।।

অন্যান্য শিল্পোন্নত দেশের অগ্রগতির মতো মার্কিনিদের উন্নতিরও রয়েছে এক অন্ধকার ইতিহাস। ইউরোপের দেশগুলো তাদের দেশের নিম্নবিত্ত মানুষদের বেঘোরে খাটিয়ে যেভাবে গড়ে তোলেছে তাদের শিল্প-ইন্ডাস্ট্রি যুক্তরাষ্ট্রেও তার ব্যতিক্রম হয়নি। মার্কিন মুলুকের আজকের যে উন্নতি তার পেছনে রয়েছে শিশুশ্রমের এক নির্মম আখ্যান।

সৌদিআরব ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া মার্কিন দেষে শিশু নির্যাতনের কিছু করুণ ও মর্মন্তুদ ছবি প্রকাশ করেছে।

ছবিগুলোতে দেখা যায়, ১০-১২ বছরের বয়সী শিশুরা ভবন নির্মাণ, রেল লাইন স্থাপন, কৃষিকাজ, পাথর বহনের মতো ভারি ভারি কাজ করছে। ছবির ধুলিমলিন বিবর্ণ চেহারার শিশুগুলোর দিকে তাকালে যে কারো হৃদয়ই ভারাক্রান্ত হবে।

 

পূর্ববর্তি সংবাদদেশের বরেণ্য আলেমদের দৃষ্টিতে মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক
পরবর্তি সংবাদকাশ্মীরে তিন মাস পর চালু হয়েছে ট্রেন