বাবরি মসজিদ মামলার রায়ে রিভিউ পিটিশন দায়ের করবে মুসলিম পার্সোনাল ল বোর্ড

ইসলাম টাইমস ডেস্ক: অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের রায় পুনর্বিবেচনা করতে রিভিউ পিটিশন দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।

আজ রবিবার দারুল উলূম নদওয়াতুল উলামায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

এসময় আসাদুদ্দীন ওয়াইসি, যফরইয়াব জিলানীসহ বোর্ডের অন্য গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভারতের উর্দু সংবাদমাধ্যম বাসিরাত অনলাইন এ খবর জানিয়েছে।

বাসিরাত অনলাইনের খবরে বলা হয়, বাবরি মসজিদের বিতর্কিত ও একতরফা রায়ের পুনর্বিবেচনার জন্য আবেদন করতে একমত হয়েছেন বোর্ডের সদস্যরা। যদিও সদস্যরা ধারণা করছেন সুপ্রিমকোর্ট এ আপিল খারিজ করে দিবে তবুও গুরুত্বপূর্ণ এ ইস্যুতে রিভিউ করা ছেড়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত সদস্যরা।

এদিকে গত শুক্রবার এক বৈঠকে জমিয়তে উলামায়ে হিন্দও রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করবে বলে খবরে বলা হয়েছে।

এদিকে পৃথক মসজিদ নির্মাণের জন্য সুন্নি বোর্ডকে দেওয়া ৫ একর জমি দেওয়ার কথা বলা হয়েছে তা গ্রহণ করা হবে কি না সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

অনুবাদ: তারিক মুজিব

পূর্ববর্তি সংবাদপ্রধানমন্ত্রীকে পাঠানো বিএনপির চিঠিতে যা আছে
পরবর্তি সংবাদদীর্ঘদিন অবরোধের পর অসময়ে তুষারপাত, বিপুল ক্ষতির মুখে কাশ্মীরি ফল চাষিরা