জাপানের পক্ষ থেকে বড় ধরনের বিনিয়োগ আসছে : অর্থমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: জাপানের পক্ষ থেকে বড় ধরনের বিনিয়োগ আসছে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, জাপানিদের জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে। এটি অগ্রাধিকার প্রকল্প।

আজ শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে ব্যবসার পরিবেশ ও ট্যাক্স জটিলতা নিয়ে বৈঠক করেছে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, আমরা জাপানের কাছ থেকে অনেক বড় বিনিয়োগ আশা করছি। জাপানের রাষ্ট্রদূত বলেছেন- আমাদের সব অবকাঠামো ঠিক রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও প্রো-অ্যাক্টিভলি কাজ করছেন। বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী একাধিকবার জাপান সরকারের সঙ্গে বৈঠক করেছেন।

তিনি বলেন, আগামীতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়বে। যখন জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন অথবা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাপানে যাবেন, তখন বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হবে।

 

পূর্ববর্তি সংবাদদ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে সোমবার বিক্ষোভ করবে বিএনপি
পরবর্তি সংবাদরাম মন্দির নির্মাণে ৫১ হাজার রুপি অনুদান দিবে শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড