পেঁয়াজের নাম বদলে ‘উন্নয়ন ফল‘ রাখা উচিত : পার্থ

ইসলাম টাইমস ডেস্ক: পেঁয়াজের নাম বদলে উন্নয়ন ফল রাখা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

পেঁয়াজের দাম ২০০ ছাড়িয়েছে কালই। আজ কোথাও কোথাও ২২০ টাকা করে বিক্রি হচ্ছে। পেঁয়াজের অব্যাহত দাম বৃদ্ধি নিয়ে মতামত জানাতে  ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ গতকাল বৃহস্পতিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

পার্থ বলেন,  ‘কয়েকদিন পর মানুষ সিন্দুকে রেখে দিবে, উপহার হিসেবে দিবে, ছবি তুলে রাখবে আর তারপর পদ্মা সেতুতে দাঁড়িয়ে দুই হাতে দু’টা পিয়াজ নিয়ে উন্নয়ন দেখবে……

পিয়াজের নতুন নাম দেয়া উচিত ‘উন্নয়ন’ ফল’।

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গা গণহত্যা : তদন্তের অনুমতি দিয়েছে ‘আন্তর্জাতিক অপরাধ আদালত’
পরবর্তি সংবাদইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামী সতর্কতা জারি