পেঁয়াজের দাম বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াতের

ইসলাম টাইমস ডেস্ক: পেঁয়াজের দাম বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গতকাল বৃহস্পতিবার সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

তিনি বলেন, অযৌক্তিভাবে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দেশের ভুক্তভোগী জনগণসহ আমরা সবাই গভীরভাবে উদ্বিগ্ন। পেঁয়াজের মূল্য সাধারণ জনগণের নাগালের বাইরে চলে গেছে।

রফিকুল ইসলাম বলেন, কয়েক দিন আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, ১০০ টাকার কম কেজি দরে পেঁয়াজ পাওয়ার সম্ভাবনা আপাতত নেই এবং বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। পেঁয়াজের চালান দেশে এসে পৌঁছালে পেঁয়াজের দাম কমে আসবে। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২০০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

পূর্ববর্তি সংবাদ‘সৌদি আরবে ২ লাখ নারীকর্মীর মধ্যে মাত্র ৫৩ জনের লাশ দেশে ফিরেছে, এটা নগণ্য ব্যাপার’
পরবর্তি সংবাদযুদ্ধবিরতির একদিনের মধ্যে আবারও গাজায় বিমান হামলা চালাল ইসরাইল