রোহিঙ্গা গণহত্যায় জড়িত থাকার দায়ে সুচির বিরুদ্ধে আর্জেন্টিনায় মামলা

ইসলাম টাইমস ডেস্ক: জাতিগত নিধন করতে রোহিঙ্গাদের উপর চালানো গণহত্যায় জড়িত থাকার দায়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চি এবং দেশটির সেনাপ্রধানসহ বাহিনীর বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে আর্জেন্টিনার একটি আদালতে। স্থানীয় সময় বুধবার মামলাটি করেছে রোহিঙ্গা ও ল্যাটিন আমেরিকার মানবাধিকার সংস্থা। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায় এ খবর।

খবরে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটি যে নৃশংস অপরাধ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই মামলা।

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর মানুষদের গণহত্যা ও ধর্ষণের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করতে যে নিধন অভিযান চালানো হয়েছিল তার বিচার চেয়ে আর্জেন্টিনার ‘ইউনিভার্সাল জুরিসডিকশনের’ নীতিতে মামলাটি দায়ের করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদযে কারণে রংপুর এক্সপ্রেস দুর্ঘটনার শিকার হলো
পরবর্তি সংবাদপেঁয়াজের দাম একশো টাকার ওপরে কোনভাবেই উঠতে পারে না, এটা গাণিতিক সত্য