একদম শিশুকালে খতনা করানো নিয়ে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আছে কি?

প্রশ্ন: আমাদের দেশে সাধারণত খতনা করানো হয় একটু বয়স হওয়ার পর। কিন্তু আমেরিকার হাসপাতালগুলোতে জন্মের এক সপ্তাহের ভিতরেই খতনা করে ফেলা হয়। আমার প্রশ্ন হচ্ছে, এত ছোট বয়সে খতনা করতে শরীয়তের পক্ষ হতে কোনো নিষেধাজ্ঞা আছে কি? জানিয়ে বাধিত করবেন।

উত্তর: শরীয়তের পক্ষ থেকে খতনার সর্বনিম্ন কোনো বয়স নির্ধারিত নেই। যদি শিশুর জন্য অধিক কষ্টকর ও ক্ষতিকর না হয় তাহলে জন্মের পর খতনা করানোও জায়েয হবে।

[খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৪১; আলমুহীতুল বুরহানী ৮/৮৫; খিযানাতুল আকমাল ৩/৪৭০; আদ্দুররুল মুখতার ৬/৭৫১]

সৌজন্য: ফিকহ বিভাগ, মারকাযুদ্দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা

পূর্ববর্তি সংবাদরিজভীর অভিযোগ: প্রধানমন্ত্রী ‘আজগুবি’ কথা বলছেন
পরবর্তি সংবাদ‘উগ্রবাদী’দের কাছে কোরআন-হাদিসের দাওয়াত পৌঁছে দিতে হবে : গণপূর্তমন্ত্রী