এক ঘূর্ণিঝড় না যেতেই আরেক ঘূর্ণিঝড়ের পদধ্বনি

ইসলাম টাইমস ডেস্ক: ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর রেশ না কাটতেই শোনা যাচ্ছে, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নাকরি’। দক্ষিণ চীন সাগরে তৈরি ‘নাকরি’ বুলবুলের চেয়েও বেশি শক্তিশালী বলে জানা গেছে।

‘নাকরি’র উৎসস্থল ছিল দক্ষিণ চীন সাগর। জানা গেছে, আপাতত ধীরে ধীরে ভিয়েতনামের ভূমি লক্ষ্য করে এগোচ্ছে এই ঝড়। সেখানে বৃষ্টিপাত ঘটিয়ে মিয়ানমারের দক্ষিণ অংশে এসে পৌঁছাবে। তারপরেই প্রায় সমস্ত শক্তি ক্ষয় করে বঙ্গোপসাগরের ওপরে আসবে।

এরপর এই ঘূর্ণিঝড় ঠিক কোনদিকে যাবে সেটা বোঝা যাচ্ছে না এখনই। বঙ্গোপসাগর থেকে ফের একবার শক্তি সঞ্চয় করতে পারে এই ঘূর্নাবর্ত। তারপরে এই ঘূর্ণাবর্ত ঠিক কোনদিকে যাবে, তার নিশ্চয়তা নেই। দুই বাংলাতেও আঁছড়ে পড়তে পারে।

প্রসঙ্গত, বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের উপকূলের বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে বিভিন্ন জেলায় পঞ্চাশ হাজারেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছেন ১৩ জন। আহত হয়েছেন আরও অনেকে।

 

পূর্ববর্তি সংবাদ৭ বিদ্যুৎকেন্দ্র ও ২৩ বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন আজ
পরবর্তি সংবাদবাগদাদি সম্ভবত লুকিয়ে আছে : বাশার আসাদ