ভারতীয় বাহিনীর গুলিতে আরও দুই কাশ্মিরির মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলায় ভারতীয় বাহিনীর গুলিতে দুই কাশ্মিরির মৃত্যু হয়েছে। ভারতীয় নিরাপত্তা বাহিনীর দাবি, নিহত দুই জনই স্থানীয় ‘জঙ্গি’ সংগঠনের সদস্য।

এক টুইট বার্তায় কাশ্মীর পুলিশ জানায়, সোমবার (১১ নভেম্বর) ভোররাতে দুই কাশ্মিরি নিহত হয়েছে। এদের পরিচয় এবং তারা ঠিক কোন সংগঠনের সদস্য এবার সেটাই সনাক্তের চেষ্টা চলছে।

এরপর একইদিন সন্ধ্যায় চলমান বন্দুকযুদ্ধ নিয়ে কাশ্মীর পুলিশ অন্য এক টুইট বার্তায় জানিয়েছে, এবারের বন্দুকযুদ্ধে যে দুই কাশ্মিরি প্রাণ হারিয়েছে তাদের মধ্যে একজনে পরিচয় এরই মধ্যে জানা গেছে। তার নাম তালহা।

গণমাধ্যমের দাবি, সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকায় গ্রেনেড হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। কাশ্মীর পুলিশের দাবি, পাকিস্তানের মদদপুষ্ট স্থানীয় ‘জঙ্গি’রাই এসব হামলাগুলোর সঙ্গে জড়িত।

পূর্ববর্তি সংবাদ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ শুরু
পরবর্তি সংবাদনূর হোসেনকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করলেন রাঙ্গা