ভারতে আদালতের নিষেধ সত্ত্বেও রবীন্দ্র সরোবরের গেটের তালা ভেঙে ছট পুজা পালন

ইসলাম টাইমস ডেস্ক: আদালতের নির্দেশ উপেক্ষা করে রবীন্দ্র সরোবরের গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে ছট পুজোর আচার পালন করল কলকাতার ‘পুণ্যার্থীরা’।

‘প্রতিমা নিরঞ্জন’, ছট পুজো ইত্যাদি জলাশয়কেন্দ্রিক আচার-অনুষ্ঠানের ফলে যে দূষণ ছড়ায়, তা নিয়ে বহুদিনই সরব পরিবেশকর্মীরা৷ সেই প্রতিবাদকে মান্যতা দিয়ে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান উপলক্ষে জলদূষণ রুখতে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় পরিবেশ আদালত৷

হিন্দিভাষীদের উৎসব ছট উপলক্ষেও রবীন্দ্র সরোবরের সীমানায় বিশেষ সতর্কতা টাঙানো হয়েছিল৷ পুলিশ মোতায়েন থাকারও কথা ছিল৷ কিন্তু ছট পুজোর দিন পরিবেশ আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিবারের মতো সাড়ম্বরে উৎসব পালিত হল৷ জলে নেমে এবং জলাশয়ের পাড়ে প্রায় ২০ হাজার মানুষের পুজো-অর্চনা চলল দিনভর৷

পুলিশের সামনেই সরোবরের সাতটি গেটের তালা ভাঙা হল৷ ১৮টি গেটে কোনো পুলিশের দেখা মেলেনি৷ এমনকি ছটপুজোর জন্য রবীন্দ্র সরোবরের বিকল্প জলাশয়ের ব্যবস্থা করতে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)-এর তরফে ৩৯ লাখ টাকা খরচ হচ্ছে বলে আদালতে হলফনামাও দেওয়া হয়েছিল৷ কিন্তু এত টাকা খরচ করেও ‘দক্ষিণ কলকাতার ফুসফুস’ বলে পরিচিত রবীন্দ্র সরোবর দূষণের কবলে পড়ে৷ সূত্র : ডিডব্লিউ

 

পূর্ববর্তি সংবাদবাবরি মসজিদ ইস্যুতে যা বললেন মাওলানা মাহমুদ মাদানী
পরবর্তি সংবাদপর্তুগালে ফ্রি কোরআন বিতরণ করল আল কোরআন মেমোরাইজিং সেন্টার