সামাজিক মাধ্যমে বাবরি মসজিদ রায়ের বিরুদ্ধে লেখায় উত্তরপ্রদেশে ধরপাকড়

ইসলাম টাইমস ডেস্ক: অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থলে মন্দির নির্মাণের রায়ের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অভিযোগে এবার ধরপাকড় শুরু হল ভারতের উত্তরপ্রদেশে। ধরপাকড় কর্মকাণ্ড ব্যক্তিগত ভাবে তদারকি করছেন প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

গতকাল শনিবার রায় ঘোষণার পর থেকে মোট ১২টি এফআইআরে ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

উত্তরপ্রদেশ পুলিশের তরফে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ওই মামলা সম্পর্কিত ৩ হাজার ৭১২টি সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। তার মধ্যে কিছু পোস্ট মুছে দেওয়া হয়েছে। বন্ধও করে দেওয়া হয়েছে অনেক অ্যাকাউন্ট।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীর তৎপরতার উপরও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের পুলিশের ডিজিপি ওপি সিংহ। তিনি বলেন, ‘‘প্রয়োজন পড়লে রাজ্যের সর্বত্র সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা বসানো হবে, যাতে কেউ অশান্তিতে ইন্ধন জোগাতে না পারে।’’

সোশ্যাল মিডিয়ায় নজরদারির পাশাপাশি প্রযুক্তি নির্ভর কন্ট্রোল রুমও খোলা হয়েছে লখনউতে। সেখানে বসেই অযোধ্যা-সহ গোটা রাজ্যের পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। এ ছাড়াও খোলা হয়েছে এমার্জেন্সি সেন্টার, যাতে কোথাও গোলমালের খবর পেলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায়। নিরাপ্ততার বলয়ে মুড়ে রাখা হয়েছে গোটা রাজ্যকে। সূত্র: আনন্দবাজার

 

পূর্ববর্তি সংবাদরাসূলের জন্ম ও ওফাতের তারিখ : একটি পর্যালোচনা
পরবর্তি সংবাদথাইল্যান্ডে চিকিৎসাধীন আল্লামা আনোয়ার শাহর স্বাস্থ্য উন্নতির দিকে, দেশবাসীর দোয়া কামনা