কাল থেকে চলবে সবধরনের নৌযান

ইসলাম টাইমস ডেস্ক: কাল থেকেই চলবে সবধরনের নৌযান। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাব কেটে যাওয়ায় কাল সোমবার সকাল ৬টা থেকে সারা দেশে সব ধরনের চলাচলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপ‌রিবহন কর্তৃপ‌ক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ রবিবার সন্ধ্যার পর বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন এ তথ্য জানান।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে শুক্রবার সন্ধ্যা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিএ।

শনিবার রাত ৯টায় পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ উপকূলে আঘাত হানার ক্রমশ দুর্বল হয়ে ঝড়টি বাংলাদেশে আসে মধ্যরাতে, পরে তা আরও দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।

পূর্ববর্তি সংবাদনেতাকর্মীদের ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন ফখরুল
পরবর্তি সংবাদ‘আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী..’ ছাড়া কি আর কোনো দুআয়ে মা’ছূরা নেই?