সাগরে ইঞ্জিন বিকল হয়ে ১৫ জন জেলে নিখোঁজ

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের দিকে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। ঝড়ের প্রভাবে বরগুনার পাথরঘাটায় উপকূলে ফেরার পথে এফবি তরিকুল নামে একটি ইঞ্জিন বিকল হয়ে ১৫ জন জেলে নিখোঁজ রয়েছেন।

ট্রলারটি পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরছিল। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

আজ (শনিবার) সন্ধ্যার পর খুলনা উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। মূলত খুলনার সুন্দরবন অংশের কাছে আঘাতটা আসবে। ইতোমধ্যে উপকূলীয় এলাকায় ঝুঁকিতে থাকা ১৮ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে সরকার। এছাড়া অতি ঝুঁকিপূর্ণ ৯টি জেলায় চার হাজার ৭১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

পূর্ববর্তি সংবাদবাবরি মসজিদ মামলার রায় নিয়ে যা বললেন নরেন্দ্র মোদি
পরবর্তি সংবাদএক নজরে বাবরি মসজিদ ধ্বংসের ইতিহাস