বাবরি মসজিদ : মুসলমানদের পক্ষে রায় আসার জন্যে দোয়া চাইলেন দেওবন্দের মুহতামিম

ইসলাম টাইমস ডেস্ক : সুপ্রীম কোর্টের রায় যেন ইসলাম এবং মুসলমানদের পক্ষে আসে সেজন্য দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী সমস্ত মুসলমানদের নিকট বিশেষ দোয়ার আবেদন করেছেন।

মুসলমানদের উদ্দেশ্য অর্জনে আল্লাহর রাস্তায় সদকাহ্ করারও আহ্বানও জানান তিনি। তিনি বলেন, বাহ্যিকভাবে আমাদের যা করার ছিলো আমরা করেছি। এখন আমাদের দোয়ার ইহতিমাম করা। আমরা চোখের পানি দিয়ে রায় আমাদের পক্ষে নিয়ে আসবো, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, ভারতের বাবরি মসজিদ-রামের জন্মভূমি নিয়ে করা ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় ঘোষণার কথা আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায়।

 

পূর্ববর্তি সংবাদঘূর্ণিঝড় বুলবুল : রোহিঙ্গা শরণার্থী শিবিরে আতঙ্ক
পরবর্তি সংবাদনওয়াজ শরিফকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে ইমরান সরকার