বাবরি মসজিদ মামলার রায় ঘোষণার আগে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রঞ্জন গগৈর বৈঠক

ইসলাম টাইমস ডেস্ক: ১৭ই নভেম্বর ঘোষণা করা হতে পারে ঐতিহাসিক বাবরি মসজিদ মামলায় রায়। রায় ঘোষণার আগে উত্তর প্রদেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

আজ শুক্রবার রাজ্যের মুখ্য সচিব রাজেন্দ্র কুমার তিওয়ারি এবং পুলিশ প্রধান ওম প্রকাশ সিং প্রধান বিচারপতির সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

এদিকে বাবরি মসজিদ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকল রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ১৭ই নভেম্বর ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের অবসর নেয়ার আগেই এ মামলার রায় ঘোষণা করতে পারে দেশটির সুপ্রিম কোর্ট।

রায়কে ঘিরে উত্তরপ্রদেশ, বিশেষ করে অযোধ্যার সংবেদনশীল অঞ্চলগুলোতে নিরাপত্তা নিশ্চিতে প্রায় চার হাজার আধা-সামরিক বাহিনী মোতায়েন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার নির্দেশনা দিয়ে সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

পূর্ববর্তি সংবাদনোয়াখালীতে তাবলিগের ১৪ সদস্যকে অচেতন করে চুরি
পরবর্তি সংবাদভয়াবহ রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’, আঘাত হানতে পারে কাল, এক জেলে নিখোঁজ