আরও এক সপ্তাহ বাড়ানো হল সড়কে নতুন আইন কার্যকরের সময়

ইসলাম টাইমস ডেস্ক: আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে ‘নতুন সড়ক আইন’ বাস্তবায়নের সময়। এরপর থেকে কঠোরভাবে আইনটি প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার বনানীর সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে নতুন সড়ক আইন বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভায় এ খবর জানান মন্ত্রী।

তিনি বলেন, সড়ক পরিবহনের নতুন আইন কার্যকর করার আগে এক সাপ্তাহ সময় বাড়ানো হয়েছিলে। যাতে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়। মূলত কঠোর আইন প্রয়োগের আগে আরও সময় দেওয়া প্রয়োজন। তাই তাদের সচেতনতা বাড়াতে আরও এক সাপ্তাহ সময় বাড়ানো হলো। এরপর থেকে আইনটি কঠোরভাবে প্রয়োগ করা হবে। এছাড়া এ আইনের বিধি প্রণয়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে।

মন্ত্রী বলেন, নতুন এই সড়ক আইন প্রয়োগের আগে সবকিছু শেষ করেই মাঠে নামতে হবে। এজন্য নগরের ফুটপাতসহ পার্কিংয়ে শৃঙ্খলা ফেরানোর কাজ শুরু হয়েছে।

পূর্ববর্তি সংবাদএ যুগের সীরাত রচনা : সীরাতে মুস্তফা
পরবর্তি সংবাদজয়-পরাজয়ের দাঁড়িপাল্লায় বাবরি মসজিদ রায়কে দেখা উচিৎ হবে না : মোদি